সনজিত কুমার শীলঃ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আবুধাবি প্রাদেশিক কমিটির দ্বিবার্ষিক সম্মেলন গত ২৭ শে আগস্ট ২০২১ শুক্রবার বানিয়াছের একটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবি প্রাদেশিক কমিটির আহ্বায়ক পুলক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অপু দাসের সঞ্চালনায় এতে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন মৃনাল কান্তি ধর মিলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউইএ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী তপন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক রুপস দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, সহ-সভাপতি কানু লাল দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক উজ্জ্বল দাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সনজিত কুমার শীল, সহ-সভাপতি কিশোর চক্রবর্তীর রনি, উপদেষ্টা কার্তিক চক্রবর্তীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শ্রী সুরেশ্বর জনার্দন দাসের গীতা পাঠের মাধ্যমে এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক সজল চৌধুরী। বক্তব্য রাখেন মনোতোষ শীল, সাগর শীল, প্রসেনজিৎ শীল,বিপ্লব দাস, মিহির শর্মা, অনিল দাস, রাখাল শীল, মিঠু মজুমদার ও গোবিন্দ দেবনাথসহ আরো অনেকে।
সম্মেলন শেষে পূর্ণ চন্দ্র বণিক সভাপতি, কানু লাল দাস নির্বাহী সভাপতি, রুপন দাস সাধারণ সম্পাদক, গোবিন্দ দেবনাথ সাংগঠনিক সম্পাদক ও রাজিব সুশীলকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে করুণা থেকে মুক্তি এবং বিশ্ব মানব কল্যাণের শান্তি কামনায় শ্রীকৃষ্ণের নাম জপের মাধ্যমে পরিসমাপ্তি হয়।