নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি স্পোর্টস চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কীয় একটি ভুল খবর প্রচারের দায়ে দু’জনকে আটক করা হয়েছে।
সম্প্রতি আবুধাবি স্পোর্টস চ্যানেলে প্রচারিত এক সংবাদে বলা হয়েছিল, একই পরিবারের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। খবরের সত্যতা না পেয়ে এক সাধারণ নাগরিক দেশটির ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ক্রাইম বিভাগও একইভাবে সংবাদটির সত্যতা না পেয়ে দুজনকে গ্রেফতার করেছে। আটকের তথ্যটি আজ ২৬ আগস্ট দৈনিক আরবি পত্রিকা আল ইত্তেহাদ-এ প্রকাশ হয়েছে।
এদিকে সঠিক বিচারের স্বার্থে গ্রেফতারকৃত দুজনের পরিচয় ও তাদের সংবাদ প্রচারের কারণ জনসম্মুখে প্রকাশ করা হয় নি। ক্রাইম বিভাগ থেকে বলা হয়, এমন ভুল সংবাদ প্রচারের কারণে দেশটির সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন। সত্যতা যাচাই না করে এমন সংবাদ প্রচারের অপরাধে আইনি ব্যবস্থা নিতে ইতোমধ্যে আদালতে বিচার শুরু হয়েছে।