নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ থেকে ৩ এর অধিক গাড়িতে চড়তে পারবে। তবে এক্ষেত্রে কেবলমাত্র একই পরিবারের সদস্য হতে হবে।
আজ রবিবার (৩ মে) স্থানীয় গণমাধ্যমে আবুধাবি পুলিশ জানিয়েছে, “একই পরিবারের সদস্যদের বেলায় গাড়িতে তিন জনের অধিক চড়লে জরিমানার সিদ্ধান্ত তুলে নেওয়া হল। এখন থেকে একই পরিবারের সদস্যরা ৩ এর অধিক নিয়ে চলাচল করতে পারবে। পুলিশ আরো জানায়, আবুধাবিতে অসংখ্য পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।”
পরিবারগুলো অভিযোগ করে বলেছিল, “৩ জনের বেশি সদস্য গাড়তে চড়লে জরিমানা থাকায় শিশুরা গত দুই মাস থেকে বাসার বাহিরে যেতে পারেনি।”
এদিকে পাবলিক ট্যাক্সিতে ৩ সদস্যের অধিক চড়লে ১ হাজার দিরহাম জরিমানার নিয়ম অপরিবর্তিত রয়েছে।
Drop your comments: