নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবতরণ করলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইত্তেহাদ এয়ারলাইনস তাদের যাত্রীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেয়। এছাড়াও জানানো হয়েছে, বিমান বন্দরে অবতরণ করার পর ইমিগ্রেশন থেকে যে বেল্ট পরিয়ে দেয়া হয় তা ১৪ দিন হাতেই রাখতে হবে। তবে, ডিপ্লোমেটিক পাসপোর্টদারী ও শিশুদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়।
এদিকে করোনা টেস্টের নেগেটিভ সনদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। রাজধানীর বিমানবন্দর দিয়ে আপাতত কোনরকম পর্যটক ভিসার লোক প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
জানা যায়, বিগত এক সপ্তাহ থেকে যেকোনো ফ্লাইটে আবুধাবি অবতরণ করলে সরকারি খরচে সকল যাত্রীদের কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। বাংলাদেশি এক যাত্রী বাংলা এক্সপ্রেসকে জানান, “কোয়ারেন্টাইনে তাদের থাকা-খাওয়ার কোন সমস্যা হচ্ছে না। এক রুমে ২ থেকে ৪ জনকে রাখা হচ্ছে স্বাস্থ্যসম্মত পরিবেশে।”