সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৯ জানুয়ারি (সোমবার) দুবাই অনুষ্ঠিত “ডিপ্লোমেটিক লেডিস গ্রুপ”-এর সাধারণ সভায় আবিদা হোসেন “ডিপ্লোমেটিক লেডিস গ্রুপ” দুবাই এর জেনারেল সেক্রেটারি হিসেবে পুণনির্বাচিত হয়েছেন। তিনি দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশে কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সহধর্মিণী।
এই সংগঠনটি দুবাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের স্ত্রীদের নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দুবাইয়ে ৮০‘র অধিক দেশের কনস্যুলেট জেনারেল রয়েছে। সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাজাকিস্তান, মিশর, তুরস্ক, রাশিয়া,ন্যাদারল্যান্ডস, তাজিকিস্তান, ইতালি, কানাডা, কেনিয়া, পেরু, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন।
এই সংগঠন দুবাই ও উত্তর আমিরাতে বিভিন্ন সেবাধর্মী ও কল্যাণমূলক কর্মকান্ডসহ স্ব-স্ব দেশের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করে থাকে।
এই সম্মানজনক নির্বাচনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক মহলসহ বহর্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এই অর্জনে বাংলাদেশ কনস্যুলেট পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।