দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। নতুন ক্লাবে নিজের অভিষেক ম্যাচ খেলার পরপরই পুরোনো বছরের পারফরম্যান্সের জন্য এই সুখবর পেলেন তিনি। এই নিয়ে টানা দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন সেনেগাল তারকা।
ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে গোল করে বায়ার্নের জার্সিতে অভিষেক রাঙিয়েছেন মানে। এই আনন্দের রেস না কাটতেই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে মরক্কোর রাজধানীতে উড়াল দেন মানে। সেখানে গিয়ে গ্রহণ করেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
লিভারপুলে থাকতেই ২০১৯ সালে প্রথমবারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মানে। মাঝে করোনাভাইরাস মহামারির কারণে গেল দুই বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়নি। পুরস্কার দেওয়া শুরু হলে ফের জিতলেন সেনেগাল তারকা।
পুরস্কারটির জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় মানের সঙ্গে ছিলেন তাঁর সাবেক সতীর্থ মোহাম্মদ সালাহ এবং সেনেগাল ও চেলসির গোলকিপার এদুয়ার্দ মেন্দি। ভোটে দুজনকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন মানে।
গত ফেব্রুয়ারি মিসরকে হারিয়ে সেনেগালের প্রথমবারের মতো আফ্রিকান কাপ অব নেশন্স জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩০ বছর বয়সী এই তারকা। ফাইনালে পেনাল্টি থেকে তাঁর গোলেই জেতে সেনেগাল। ফলে এই পুরস্কার পেতে সালাহ ও মেন্দি হারাতে পারল না মানেকে।