মোজাম্বিকে নুরুল ইসলাম নামে একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, নুরুল ইসলাম শনিবার মোজাম্বিকের কাবু ডেলগাড়ু প্রদেশের প্লাম ডিস্ট্রিক্ট ফেম্বায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় গাড়িতে স্থানীয় কিছু অস্ত্রধারীর হামলার শিকার হয়েছেন। এরপর থেকে নুরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। ওই এলাকায় সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ হওয়ার পর দিন থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নুরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন নিখোঁজ নুরুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম। নিখোঁজ নুরুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বলের বাসিন্দা।
Drop your comments: