![IMG_20201014_191828](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201014_191828.jpg)
আফগানিস্তানে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেওয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেওয়ার কাজ করছিল।
স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তালেবানের আক্রমণের মুখে চার দিন ধরে তুমুল সংঘর্ষ চলছে লস্করগাহের বিভিন্ন এলাকায়। সোমবার রাতে আকাশপথে সহায়তা নিয়ে শহরটিতে বিশেষ অভিযান শুরু করেছেন কমান্ডোরা। সেই অভিযান এখনো চলছে। সংঘর্ষে এ পর্যন্ত ২৩ তালেবান যোদ্ধা নিহত ও ছয়জন আহত হয়েছে। এ ছাড়া নাদ আলি জেলায় বাড়তি পাঁচটি নিরাপত্তাচৌকি তৈরি করেছে সরকারি বাহিনী।