আফগানিস্তানের সর্বশেষ ইহুদি নাগরিক জেবুলুন সিমানটভ (৬২) অবশেষে দেশটি ত্যাগ করেছে।
তুরস্কের ভিসা পেয়ে গত রোববার কবুল ছেড়ে ইস্তানবুল পৌঁছেছেন। খবর আনাদোলুর।
ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে জেবুলুনের জন্ম। সেখান থেকে পালিয়ে বেশ কিছু দিন ধরে কাবুলে এসে বসবাস করছিলেন তিনি। তুরস্কে বসবাস করা স্বজনরা তার ভিসার আবেদন করেন। তুরস্ক তাকে ৯০ দিনের ভিসা দিয়েছে।
রোববার ইস্তানবুলে পৌঁছলে সেখানে তার স্বজনদের সঙ্গে স্থানীয় ইহুদি ধর্ম যাজক (রাব্বি) মেনডি চিত্রিক তাকে স্বাগত জানান।
পরে একটি প্রাইভেটকারে করে স্বজনদের সঙ্গে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। কাবুল থেকে প্রথমে পাকিস্তানের ইসলামাবাদে যান। পরে সেখান থেকে যাত্রীবাহী বিমানে করে ইস্তানবুলে পৌঁছান।
Drop your comments: