যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আটকে পড়াদের ফেরাতে কোনো সংস্থা থেকে সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল সময় সংবাদকে বলেন, বিভিন্ন জন ফোন করছে, খবর নিচ্ছে এবং বিভিন্নজন আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করতে বলছে। তবে কোন দেশ বা সংস্থা থেকে বিমানকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।
আটকে পড়াদের মারফতে ততৃীয় কোনো পক্ষের মাধ্যমে বিষয়টি আলোচনায় এলেও বিমান এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক।
প্রস্তাব পেলে বাংলাদেশ বিমান আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে টেকনিক্যাল বেশ কিছু বিষয় আছে।
সেখানকার রাজনৈতিক পরিস্থিতি আছে। ভূরাজনৈতিক অবস্থা এসব বিষয় বিবেচনায় নিতে হবে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আনুষঙ্গিক বিষয় পরীক্ষা নিরীক্ষা করছি।’