শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ২ নম্বর উওর পশ্চিম ইউনিয়নের আমিরখানী মৃত ইউনুছ উল্লার ৩ জন ছেলে। মৃত হোসাইনের বাবা ফরহাদ মিয়া(২৮) ২য় নাম্বার সে পেশায় একজন সিনজি ডাইবার। তার আপন বড়ভাই ফয়েজ মিয়ার স্ত্রী শাহেনা বেগম(৩০) ০৭ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে শাহেনা বেগম ফরহাদ মিয়ার আড়াই মাসের শিশু হোসাইনকে মুখে আঙ্গুল দিয়ে হত্যা করে পাশন্ড চাচী। মৃত হোসাইনের বাবা ফরহাদ মিয়া।
উক্ত ঘটনায় শাহেনা বেগমকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করিলে বানিয়াচং থানায় হত্যার মামলা রুজু হয়। মামলার রুজুর পর জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ এর দিক-নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ পুলিশ সুপার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস ও এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইং-০৭/১২/২০২১ তারিখ দিবাগত রাত ০১.১০ ঘটিকার সময় অত্র থানাধীন কুন্ডেরপাড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
বিবাদী শাহেনা বেগমকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে জড়িত মর্মে স্বাকী করিয়া সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুলতান উদ্দিন প্রধান মহোদয়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।