সরকারের বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্পতিবার (১ জুলাই) হতে বুধবার (৭ জুলাই) পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করছে।
তবে শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীদের ঢাকায় আনার জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজারে ফ্লাইট চালাতে চায় বিমান।
বুধবার বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য স্বল্প সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে। শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীগরাই ভ্রমণের সুযোগ পাবেন।’
তিনি বলেন, ‘১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর টিকিটধারী সব যাত্রী এই টিকিটের মাধ্যমে কোনও ধরনের অতিরিক্ত চার্জ প্রদান ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।’
তবে বেবিচক সূত্রে জানা গেছে, বিমান এ সংক্রান্ত আবেদন করলেও এখনও পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।