বাগেরহাট প্রতিনিধিঃ ভারত ও শ্রীলংঙ্কার ২২ দিনের শুভেচ্ছা সফর ওআন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে মোংলা ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। শনিবার সকাল সাড়ে ১০টায় দিগরাজে কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজটি ফিরে এলে কর্মকতার্ ও নাবিকদের স্বগত জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। এসময় কোস্টগার্ডের
অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভারতের গোয়ায় ও চেন্নায় অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজ ’এ অংশ নেয় কোস্টগার্ডের অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান’ নামের যুদ্ধ জাহাজটি। ২২ দিনের এ শুভেচ্ছা সফরে প্রথমে ৪ দিনে শ্রীলংঙ্কায় পৌঁছে ৭ দিন অবস্থানের পর সেখান থেকে ভারতের চেন্নাই ও গোয়ায় পৌছায়। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হকের নেতৃত্ব ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যাক্তি এই শুভেচ্ছা ও আন্তর্জাতিক
মহড়ায় অংশ নেয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, আন্তর্জাতিক এই মহড়ায় অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যামান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে। এরফলে কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা ও কর্মপরিধি আরো বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষন ও মৎস্য সম্পদ রক্ষার কাজে কলাকৌশলে আরো গতি বাড়বে।