আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গাতে দাফনের ১১ মাস পরে সজিব ভূইয়া (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গতকাল আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
সজিবের পরিবারের অভিযোগ, চলতি বছরের ২৫ জানুয়ারি পোশাক শ্রমিক সজিব তার কর্মস্থল গাজিপুর থেকে ছুটি নিয়ে বাড়ীতে আসে পরের দিন আসামী পক্ষের লোকজন ফোন করে ধারের টাকা আনার কথা বলে মামলার প্রধান আসামি ই¯্রাফিল তালুকদারের বাড়িতে আটকে রেখে মামলার আসামিরা নির্যাতন করে। সজিবের মৃত্যু নিশ্চিত জেনে মুখে বিষ ঢেলে দিয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে অভিযুক্তরা পরিবারকে খবর দেয়। ২৯ জানুয়ারি সজিবের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তখন থানায় মামলাটি নিতে না চাইলে ২৫ মার্চ সজিবের বাবা কামাল ভূইয়া বাদী হয়ে ফরিদপুর আদলতে ই¯্রাফিল তালুকদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে ছয়জন আসামী গ্রেপ্তার হয়েছে। এরই পরিপেক্ষিতে গতকাল বুধবার ফরিদপুর সিআইডি পুলিশ কবর থেকে সজিবের মরদেহ উত্তোলন করে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী, সিআইডি ওসি আনোয়ার নাসিম, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোয়াজ্জেম হোসেন ও পৌর সভার ৬ নং ওয়ার্ড কমিশনার শাহাবুদ্দিনসহ স্থানীয়রা
উপস্থিত ছিলেন।