তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আদালতে বিচারকার্য পরিচালনা সম্পন্ন হয়ে রায় ঘোষণা শুনে কাঠগড়া থেকে পলাতক আসামী বাবলু আহমদ (৩৪),কে আটক করে পুলিশ।
অদ্য শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমান সোয়া ৪ টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের দল তথ্য প্রযুক্তির ব্যবহার করে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে আসামি বাবলুকে আটক করতে সক্ষম হয়।
থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, আসামি মৌলভীবাজারের বলিয়ারবাগ গ্ৰামের মৃত আব্দুল মতলিব এর ছেলে বাবলু।
এবিষয়ে নিশ্চিত করতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক বলেন, মডেল থানা পুলিশ দক্ষতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামীকে আটক করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজার দায়রা নং-৪৪৭/১৯, সিআর নং-৫৫৮/১৮(সদর) এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলাটির রায়ে বিচারক আসামী বাবুল আহমেদকে ১(এক) বছরের বিনাশ্রম করাদন্ড ও ৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষনার সময় আসামী বাবুল আহমেদ সুকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। আসামীকে গ্রেপ্তারের নিমিত্তে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।