
সোলায়মান হাসান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিঘলদী গ্রামে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে।
৩০ শে জুন রাত আনুমানিক ২ ঘটিকার সময়, ২০ -২৫ জন ডাকাত, বিজিবিতে কর্মরত তমাল ভুইয়ার বাড়িতে হানা দেয়। ঘরের তালা কেটে ঘরে প্রবেশ করে, বাবা- মা ও স্ত্রী সন্তানকে এক ঘরে আটকে রেখে, বড় ভাই ইমরান ভুইয়া কে বেধে রেখে মারধোর করে , নগদ টাকা,স্বর্ণ অলংকার ও দুটি টাচ মোবাইল ডাকাতি। ভুক্তভোগীরা এই বিষয় রাতে ৯৯৯ কল করলে সহযোগিতা চাইলে। তাৎক্ষণিক কোন আইনি সহযোগিতা পাওয়া যায়নি। তমাল ভুইয়া ভুইয়া দিঘলদী গ্রামের মতিউর রহমান ভুইয়ার ছেলে। তমাল ভুইয়ার পরিবারের লোকজন জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ডাকাতি ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে। কারণ আমাদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ চলছে। স্থানীয় থানার যোগাযোগ করার পরে পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করে ।
স্থানীয় সূত্রে জানাযায় ডাকাতি করে যাওয়ার সময়, অটোরিকশা চালক নুরইসল ও বাস চালক জুয়েলের বাড়িতেও হানাদেয়।
উক্ত বিষয় ভুক্তভোগী থানায় অভিযোগে প্রস্তুুতি নিয়েছেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জানায়, গত ৩০ জুন রাতে ডাকাতি কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বেবস্থা গ্রহন করবো।