
সোলায়মান হাসান: মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় মামলাটি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি খন্দকার নাসির উদ্দিন।
এর আগে ভুক্তভোগী পরিবারের অভিযোগে থানায় জিডি হলেও সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়।
আহত সোহেলের ভাই আবদুল মোমেন জানান, গত ২ অক্টোবর রাতে উপজেলার শিবপুর গ্রামে রাস্তার পাশে পরিকল্পিতভাবে হামলা চালায় খোরশেদ ও তার সহযোগীরা। পিস্তল, দা, লোহার রড ও লাঠি দিয়ে তারা সোহেলকে পিটিয়ে জখম করে। এতে তার মুখে দা’র কোপে দুটি দাঁত ভেঙে যায় এবং ডান হাত স্থায়ীভাবে অবশ হয়ে যায়।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক।
মামলার অন্যান্য আসামিরা হলেন—রোমান (২২), রিফাত (২২), আলামিন (৩০), আতিক (২০), মজিবুর (৫০) ও ফজলুল হক (৪৫)। এছাড়া অজ্ঞাত আরও সাত-আটজনকেও আসামি করা হয়েছে।
ওসি নাসির উদ্দিন বলেন, “আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”