আজ মঙ্গলবার (১২ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ওয়েবাসাইটে আইডি-পাসওয়ার্ড লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র ডাউনলোড করা গেলেও পরীক্ষার কেন্দ্র (কক্ষ নং, ভবন ও সেন্টারের নাম) পরবর্তীতে মুঠোফোনের এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশ করা হবে।
এদিকে, ছবি ও প্রশ্নের ভার্সন পরিবর্তন প্রসঙ্গে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই দুপুর ১২টা পর্যন্ত প্রয়োজনে পরীক্ষার্থীর ছবি ও প্রশ্নের ভার্সন পরিবর্তন করা যাবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হওয়ার কথা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৩ আগস্ট এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।
‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিনটি ইউনিটে ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম। এই ইউনিটে আবেদন করেছে ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। আর মানবিকের জন্য নির্ধারিত ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।