করোনা পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন সাকিব আল হাসান।
দেশের বিমান ধরার আগে করোনা পরীক্ষা করা হয়েছিলো তার। সেখানেও ‘নেগেটিভ’ ফল পেয়েছিলেন সাকিব।
আজ থেকে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান।
৪ থেকে ৫ সপ্তাহ বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি। জুয়াড়ির তথ্য গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর থেকে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
Drop your comments: