আজারবাইজানের শহর গানজাতে রাতভর হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে বাকু। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এই হামলা চলে। তবে আর্মেনিয়ার পক্ষ থেকেও দাবি করা হয়েছে, আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, মস্কোতে রাশিয়ার মধ্যস্ততায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি পাওয়া যায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজেই এ খবর নিশ্চিত করেন। এ সময়ের মধ্যে বন্দিদের বিনিময় এবং আহতদের সরিয়ে নিতে কাজে লাগাবে দুই দেশ এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে কোনো পক্ষই যুদ্ধবিরতি মানছে না বলে অভিযোগ উঠছে।
এদিকে নাগর্নো-কারাবাখের নেতারা বলছেন, অবস্থা কিছুটা শান্ত হয়ে আসছে। আজারবাইজানের পক্ষ থেকে হামলা চালানো থেমে গেছে। তবে এ অবস্থা বিরাজ থাকবে তার কোনো নিশ্চয়তা তাদের কাছে নেই।