সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিনদিন বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী কর্মীদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশীয় পণ্যের আধিপত্য বিস্তার করছে।
গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমান সানায়ায় বাংলাদেশী মালিকানাধীন পলাশ গ্রুপের প্রতিষ্ঠান ইশাল সুপারমার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সুপারমার্কেটের উদ্বোধন করেন শেখ সুলতান নাসের হুমাইদ রাশেদ আল নুয়াইমি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহাবুব আলম মানিক (সি আই পি), মোহাম্মদ মির কামাল, মহাম্মদ ইমদাদুর রহমান প্রমুখ।
বক্তারা বিমান ভাড়া কামানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, বিমান ভাড়া কম হলে সহজে কর্মীরা আমিরাতে আসতে পারবে৷ আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশি কর্মীদের চাহিদা অনেক রয়েছে।
উদ্বোধক শেখ সুলতান নাসের হুমাইদ রাশেদ আল নুয়াইমি বাংলাদেশি ব্যবসায়ীদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে সততার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন৷ তিনি জানান, তার নামে অন্তত দুই শতাধিক বাংলাদেশির লাইসেন্স রয়েছে আর সবাই সফলতার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।