সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন আল জাদিদ স্পাইস হাউজ রেস্টুরেন্ট ও পার্টি হলের উদ্বোধন হয়েছে। হল রুমের উদ্বোধন করেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কনসাল জেনারেলের সহধর্মিণী, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার জাফর চৌধুরী, মাহবুব আলম মানিক, শেখ ফরিদ, ইসমাইল গনি সহ প্রবাসী বাংলাদেশিরা।
অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত আজমানে দেশীয় সংস্কৃতির একটি পার্টি হলের চাহিদা বহুদিন থেকে ছিল৷ এই পার্টি হলের উদ্বোধনের মাধ্যমে অপূর্ণতার অবসান হলো৷ প্রবাসীরা স্বল্প মূল্যে হল বুকিং দিয়ে নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুযোগ পাবে৷
রেস্টুরেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ইছহাক ও এস.বি সিমা বলেন, একদম দেশীয় আমেজে পরিচালিত পার্টি হাউজে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা থাকবে৷ আমরা প্রবাসীদের সহযোগিতা কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল শিশুদের জন্য বিনোদনধর্মী বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ৷ এতে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা শিশুরা।