সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন হক ট্রাভেলস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। প্রতিষ্ঠানের পরিচালক কবি ওবায়দুল হক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, ইসমাইল গণি চৌধুরী, ইব্রাহিস ওসমান আলফাতুন, কামাল হোসেন খান সুমন, আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
ট্রাভেলের সত্ত্বাধিকারী ও পরিচালক কবি ওবায়দুল হক বলেন, আমিরাতে বিনিয়োগের যথেষ্ট মাধ্যম রয়েছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ব্যবসায় সফলতা আসে। তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা ও দোয়া খুবই প্রয়োজন।
Drop your comments: