নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের আজমানের বাণিজ্যিক এলাকায় বাংলাদেশি মালিকানাধীন আয়াত টায়ার এন্ড ওয়েল চেঞ্জ দোকানের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) গ্যারেজটি উদ্বোধন করেন বাংলাদেশের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্ন গ্রুপ অব কোম্পানির সিইও আমিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, নারী উদ্যোক্তা শেফালী আক্তার আখি, বাংলাদেশ বিমানের ককর্মকর্তা রেজা, ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাহাবুব, ব্যবসায়ী ইসহাক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, সম্প্রতি আমিরাতে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন। এতে করে আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশিদের শ্রম ও সততা আমিরাতে ব্যাপক প্রশংসা পাচ্ছে। এভাবে সৎ থাকলে শুধু আমিরাত নয় বিশ্বব্যাপী বাংলাদেশিদের ব্যবসার উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে।
গ্যারেজের সত্ত্বাধিকারী মুহাম্মদ মেহেদি বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা চেয়ে বলেন, আমিরাতে বাংলাদেশিদের গাড়ির সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাদের সঠিক সেবা দেওয়া আমাদের জন্য প্রধান লক্ষ্য থাকবে। প্রবাসীরাও আমাদের সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী।