
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ৫০ শতাংশ ট্রাফিক ফাইন মওকুফের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ শনিবার ১৪ নভেম্বর স্থানীয় প্রশাসন গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয় দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক ফাইনে ৫০ শতাংশ ছাড় থাকবে। এই ৪০ দিনের মধ্যে কেবল ১৪ নভেম্বরের পূর্বের ট্রাফিক জরিমানায় পরিশোধে ছাড় দেওয়া হবে৷
তবে বেপরোয়া গাড়ি চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির কারণে যেসকল জরিমানা হয়েছে এবং অবৈধ উপায়ে গাড়ির ইঞ্জিনের বিভিন্ন পার্স পরিবর্তনের কারণে হওয়া জরিমানায় এই সুযোগ থাকিছে না বলে কর্তৃপক্ষ জানায়৷
আজমান ট্রাফিক পুলিশ আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকল গাড়ি চালককে সুযোগ উপভোগ করার আহ্বান জানিয়েছে।
Drop your comments: