আজমান করোনায় আক্রান্ত রোগীদের জান্য চালু হলো আরও একটি অস্থায়ী হাসপাতাল। আজ রবিবার আজমানের ক্রাউন প্রিন্স এই হাসপাটালটি উদ্বোধন করেন।
২০৫৮ বেড বিশিষ্ট হাসপাতালে ২৯২ ইমার্জেন্সি রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। হাসপাতালে আধুনিক সব সরঞ্জামসহ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।
উল্লেখ্য চলতি মাসে আমিরাতে নতুন করে ৭টি করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
Drop your comments: