নিজস্ব প্রতিবেদকঃ ‘দেশীয় পণ্য কিনে হই ধন্য’ এই স্লোগানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সম্প্রতি চালু হওয়া শুকরান গার্মেন্টসে বাংলাদেশি পোশাকের প্রাধান্যই বেশি।
আজমানের রাশিদিয়া -১ এর পার্ল টাওয়ারে বাংলাদেশি প্রবাসী নারী রোকসানা মজুমদারের মালিকানাধীন গার্মেন্টস শপে নারী-পুরুষ, শিশু-কিশোর সকলের জন্য মানানসই দেশীয় পোশাক রয়েছে।
বাংলা এক্সপ্রেসকে রোকসানা মজুমদার জানান, “ইউরোপ-আমেরিকায় বাংলাদেশি পোশাকের যথেষ্ট চাহিদা থাকলেও মধ্যপ্রাচ্যে বিদেশি পোশাক ও শপের আধিপত্য বেশি। অথচ আমাদের দেশের পোশাকের মান বিশ্বে স্বীকৃত। সেই স্বীকৃতির অংশ হিসেবেই আজমানে দেশীয় পণ্যের অগ্রাধিকারের ভিত্তিতে দোকান সাজিয়েছি। আশাকরি স্বল্প মূল্য, মান ও গুণগত দিক চিন্তা করে শুকরান গার্মেন্টস প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রহনযোগ্যতা পাবে।”
এদিকে শুকরান গার্মেন্টসের উদ্যোগে শারজার হুদায়বিয়া রেস্টুরেন্টে হয়ে গেল দিনব্যাপী দেশীয় পণ্যের মেলা। উক্ত মেলায় প্রবাসী নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এছাড়া দেশীয় পণ্যের পরিচিতি ও বেচাকেনা ভালো হয়েছে বলে জানান গার্মেন্টস শপের সত্ত্বাধিকারী।