বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতি ও চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের আয়োজনে শুক্রবার সকালে চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যাপক দীনেশ চন্দ্র জয়ধর, স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ নাজমুল আহসান, সহ-সভাপতি অ্যাডভোকেট জিএম নুরুল আলম, সাধারন সম্পাদক এইচএম কামাল। কল্যাণ সমিতির সদস্য জহিরুল ইসলাম জহির ও এইচএম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন তালুকদারসহ অন্যান্যরা। শেষে ৬৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক হিসেবে খাতা, কলম, জ্যামিতিক বক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।