
মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জাহেদ ইকবাল চৌধুরী বলেন, আমার ইউনিয়নের সব ভোটারদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
আগে থেকেই নৌকা প্রতীকে সিল মারা রয়েছে। ৪ নম্বর ওয়ার্ডে আমার পরিবারের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে।
আমার ভাইকে দুইবার মারধর করা হয়। সব কেন্দ্রে ৩০ থেকে ৪০ জনের একটি গ্যাং রয়েছে, তারাই ভোট দিচ্ছে। প্রশাসন কোনও কথাই বলছে না। তিনি আরও বলেন, আমার ভোটারদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। বিভিন্ন স্থানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুল হক জুনুর সমর্থকেরা হুমকি দিচ্ছে। তাই আমি নির্বাচন বর্জন করলাম।