এমিরেটস এয়ারলাইন্স আগামী মাস থেকে তার কর্মীদের পূর্বের ন্যায় পুরো বেতন প্রদান করবে, এমিরেটস এয়ারলাইন্সের মুখপাত্র শনিবার ৫ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুবাই-ভিত্তিক বিমানসংস্থাটি তার নেটওয়ার্কের সম্প্রসারণ অব্যাহত রেখে ৮৪ টি গন্তব্যে পৌঁছেছে বলে ঘোষণা করেছে। এই খবর বিমান শিল্পটিকে এবং খাতটিতে কর্মচারীদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
চলতি বছরের ২২ শে মার্চ থেকে বিমান সংস্থাগুলি প্রায় সমস্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দিয়েছিল এবং করোনাভাইরাস মহামারীর প্রভাবের কারণে কর্মীদের বেতন অর্ধেকের মতো কমিয়ে দেয়। বিমান শিল্প তার সর্বকালের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় কর্মীদের বিনা বেতনের ছুটিতে পাঠায়।
Drop your comments: