এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের কুরআন এক, আল্লাহ তাআ’লা এক, নবী এক, পথও আমাদের এক। কাজের ক্ষেত্রেও আমাদের মাঝে কোন ভিন্নতা থাকবে না ইনশা আল্লাহ।” তিনি বলেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, এত বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।
শনিবার চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, দেশের জলে-স্থলে ও মাটির নিচে বিপুল সম্পদ থাকলেও একটি সম্পদের অভাবে দেশ পিছিয়ে আছে— তা হলো অতীতের শাসকদের চরিত্রগত ঘাটতি। তিনি অভিযোগ করেন, সুযোগ পেয়ে তারা জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছিলেন।
ইতিহাসের এক সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচন হক ও বাতিলের মাঝে ফয়সালা করবে ইনশা আল্লাহ। আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে না; ভয় করতে হবে শুধু আল্লাহ তাআ’লাকে।”
তিনি বলেন, ভোটাধিকার কেবল ভোট নয়, এটি একেকটি ভেটো পাওয়ার। তাই ভুল করার সুযোগ নেই। বিবেকের আলোকে হকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দলীয় বিজয়ের চেয়ে আল্লাহর দীনের বিজয় ও জনগণের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “কোন শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। আমরা কোন দলকে বিজয়ী করতে চাই না; চাই আল্লাহর দীনের বিজয় এবং জনগণের বিজয়। এই মজলুম জনগণ আর জুলুমের শিকার না হোক— এ দোয়াই করছি।”
এর আগে দুপুর ৩টায় হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন। পরে তিনি সাংবাদিকদের সাথেও সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশারসহ নগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, ছাত্রশিবির উত্তর ও দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাসের এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।
