নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের কালাচারাল ক্যাপিটাল শারজায় আগামীকাল থেকে শপিং মল, সেলুনসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু হচ্ছে।
আজ শনিবার (২ মে) শারজাহ ইকোনমিক ডেভলাপমেন্ট ডিপার্টমেন্ট স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতার সাথে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর আহ্বান জানানো হয়। দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে শারজাহ ইকোনমিক ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে চলবে। শপিং মল, সেলুন ও ব্যাবসা প্রতিষ্ঠানে ধারণক্ষমতার ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবে। শপিং মল, সেলিনসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরিধান করতে হবে, না হয় ১ হাজার দিরহাম জরিমানা নির্ধারণ করা হয়েছে। ৩-১২ বছর ৬০ বছরের উর্ধ্বে লোকদের শপিং মলে যাওয়া নিষিদ্ধ রয়েছে।