বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল), সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র্যালী শেষে এসব কথা বলেন তিনি।
সারাবিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে র্যালীর আয়োজন করে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে স্বাস্থ্যখাত নিয়ে নানা ধরনের বিড়ম্বনা অরাজকতা সৃষ্টি হয়েছে।
আজকে যে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস এটির মধ্য দিয়ে দেশে যে নৈরাজ্য চলছে স্বাস্থ্যখাত নিয়ে তার বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
বিএনপির এই মুখপাত্র বলেন, স্বাস্থ্যখাতে করোনার সময় শাহেদ সাবরিনার মত কর্মকাণ্ড ঘটেছে। চিকিৎসা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছে, চিকিৎসা না পেয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুস্থ স্বাস্থ্যখাত ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি তা পালন করছে। এই দিবসে আমাদের অঙ্গীকার হোক স্বাস্থ্যখাতের অরাজকতা ধ্বংস হোক।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালীতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।