মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিরো আলম হিরো হয়ে গেছে। কারণ, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় পড়েছে। তারা হিরো আলমের কাছেও মাত্র ৮০০ ভোটে জিতেছে। তাও চুরির অভিযোগ এনেছেন হিরো আলম।’
রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
আজ দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে দশটি বিভাগীয় শহরে সমাবেশ শুরু হয়।
মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তা উপনির্বাচনে আবারও প্রমাণিত। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমাদের আন্দোলন অব্যহত থাকবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এবার ইউনিয়ন থেকে আন্দোলন শুরু হবে। আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরু হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার ফ্যাসিস্ট সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় বসে আছে। এ আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা অধিকার আদায়ের লড়াই করছি—ভোটের অধিকার, বাঁচার অধিকার, বাক-স্বাধীনতার অধিকার, মানবাধিকার রক্ষার অধিকার। আপনারা সবাই এ সরকারের বিরুদ্ধে লড়ে যাবেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘এ সরকার দেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগকে ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালের চেতনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নেতা শিমুল বিশ্বাস প্রমুখ।