May 18, 2024, 9:06 pm
সর্বশেষ:
রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী বেনাপোলে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গণসমাবেশ দেশজুড়ে আজ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর বিমানের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী নির্বাচনের আড়াই বছর পর বিজয়ী হলেন পরাজিত প্রার্থী

আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নপত্র জমার সময় বিজয়সূচক চিহ্ন দেখালেন ইউএনও

  • Last update: Thursday, November 30, 2023

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের ওই প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার সময় বিজয়সূচক (ভি) চিহ্ন দেখান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া।

ইউএনওর (ভি) চিহ্ন দেখানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একজন নির্বাচনি কর্মকর্তার এমন আচরণে চারদিকে সমালোচনার ঝড় বইছে।

তবে এ বিষয়ে ইউএনও ইমরানুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সম্ভবত সামনে যিনি ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন তাকে নির্দেশনা দিচ্ছিলেন। এ জন্য এমন দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতটা বেয়াক্কেল না যে ওই রকম কাজ করব। এটা একটা সামান্য বিষয়। এটা অত্যন্ত অবিবেচনাপূর্ণ কথাবার্তা।’

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সংসদ সদস্য এইচএম ইব্রাহিম দলীয় নেতাদের নিয়ে মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা বাঁ হাতে সেই মনোনয়নপত্র গ্রহণ করছেন। আর ডান হাতের দুই আঙুলে প্রার্থীর দিকে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এ রকম দেখানোর কথা নয়। তিনি দায়িত্বশীল কর্মকর্তা। ১০ বছর ধরে চাকরি করছেন। তারা অনেক সচেতন। তাদের এসব বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া আছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC