আহাম্মদ সগীর,চুয়াডাঙ্গা: ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় উথলী ইক্ষু ক্রয় কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, ‘অসহায় মানুষের কথা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার ভাবে নাই। আপনারা এখন ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাতার টাকা পাচ্ছেন। টাকার জন্য কোথাও যেয়ে লাইন দিতে হচ্ছে না। আগামী দিনে আপনারা ভাতার টাকা আরও বেশি পাবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। পদ্মা সেতু হওয়ায় আপনারা এখন অল্প সময়ের মধ্যে ঢাকায় যাওয়া আসা করতে পারছেন। ফেরিঘাটে যেয়ে আর ভোগান্তি পোহাতে হচ্ছে না। অথচ খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকার কোনোদিনই পদ্মা সেতু করতে পারবে না। করলেও তা হবে জোড়াতালি দেওয়া, আপনারা সেখানে উঠবেন না। কিন্তু পদ্মা সেতুর সুফল এখন দেশের সবদলের মানুষ ভোগ করছে। আমি যখন ২০০৮ সালে উথলী এলাকায় ভোট চাইতে এসেছিলাম তখন উথলী কলেজে ছিল টিনের চাল। এখন সেখানে চারতলা দৃষ্টিনন্দন ভবন হয়েছে। একই ধরনের ভবন হয়েছে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায়। উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরগুলো ছিল ভাঙাচোড়া, জাতীয়করণ ছিল না। এখন সেখানেও দৃষ্টিনন্দন ভবন হয়েছে। শুধু উথলী এলাকা নয়, চুয়াডাঙ্গা-২ আসনের প্রত্যেক এলাকায়ই এ ধরনের উন্নয়ন এখন দৃশ্যমান, যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নাই।’ জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা এবং উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উথলী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উথলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ। উল্লেখ্য, উথলী ইউনিয়নে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তির সংখ্যা দুই হাজার ১০০ জন।