ক্রিকেটার সুরেশ রায়নার পর আইপিএল থেকে সরে গেলেন হরভজন সিং। না খেলার পেছনে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন তিনিও। ফলে চেন্নাই সুপার কিংস শিবিরে বাড়ছে সমস্যা। সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাততে যাননি হরভজন।
তার আগে চেন্নাইয়ে হওয়া প্রি-সিজন ক্যাম্পেও যোগ দেননি। তাই তাকে নিয়ে সংশয় ছিল। হরভজন দলের সঙ্গে যোগ না দেওয়ায় জল্পনা বাড়ছিল। মনে করা হচ্ছিল, এবারের আইপিএলে সিএসকের জার্সিতে হয়তো দেখা যাবে না তাকে। আর সেই ভাবনাই সত্যি হলো। সংবাদ সংস্থার খবর অনুসারে, আরও আগে থেকেই চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট হরভজনকে পাওয়া যাবে না ধরে নিয়ে পরিকল্পনা ছকতে শুরু করেছে। তবে সুরেশ রায়নার পর হরভজনও না খেলায় অভিজ্ঞতার দিক দিয়ে চেন্নাইয়ে বিশাল ঘাটতি হতে যাচ্ছে।
Drop your comments: