ঢাকার সাভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসক ডা. এস আর নজরুলকে (৩৮) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই চিকিৎসকের স্ত্রী কুলসুম আক্তার এমন অভিযোগ করে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। সোমবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২রা এপ্রিল রাত ৯টার দিকে সাভার বাজার স্ট্যান্ডে অবস্থিত নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৭-৮ জন তার স্বামী ডা. এস আর নজরুলকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার পর রোববার তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন। কুলসুম জানান, তুলে নেয়ার পর থেকে আমার স্বামীর আর কোনো খোঁজ পাচ্ছি না, তার ফোন বন্ধ। আমরা থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ নিচ্ছি। কিন্তু আমার স্বামীকে পাচ্ছি না।
ডা. এস আর নজরুল সাভারের নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের মালিক বলে জানান তার স্ত্রী।
জানতে চাইলে ওসি মাইনুল ইসলাম বলেন, ‘জিডি হওয়ার পর আমরা তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছি। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।