এম আই সুমন,ইবি প্রতিনিধি: বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরাও ছিনিয়ে নিতে পারেন লক্ষ মার্কিন মিলিয়ন ডলার।
না,এ কোন গুজব নয়।প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া হাল্ট প্রাইজের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ও পাবে অংশগ্রহণের সুযোগ।
যে প্রতিযোগীতায় বিজয়ী হলেই পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক (৪২ তম) প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে পুরষ্কার হিসেবে রয়েছে এক মিলিয়ন মার্কিন ডলার।হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
জানা যায়, জাতিসংঘের সাথে অংশীদারিতে “হাল্ট প্রাইজ” বিশ্বের একটি বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। যেটির কার্যক্রম বিশ্বের ১২১ টি দেশসহ ২ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও শিক্ষিত করার পাশাপাশি বিশ্বব্যাপী এক প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়ে থাকে। কার্যক্রম হিসেবে এই হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সভা ও প্রচারণা চালায়।যা থেকে বিশ্বের বৃহত্তম সামাজিক সমস্যা খাদ্য, শিক্ষা, পরিবেশ, শক্তি ও চিকিৎসাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগীতার আয়োজন হয়। প্রতিবছরের ন্যায় প্রতিযোগীদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দিয়ে ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
এরই ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে আন্ত:প্রতিযোগীতা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ইবি হাল্ট প্রাইজের ওয়েবসাইটে (http://www. hultprizeat.com/iukushtia) গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে। রেজিষ্ট্রেশন করতে সেখানে গুণতে হবে না কোন প্রকার ফি। তবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৩/৪ সদস্যের একটি টিম হতে হবে। টিম ভিত্তিক এই রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে করোনা মহামারীর কারণে এবারের এই ক্যাম্পাস প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় একটি টিম চ্যাম্পিয়ন নির্বাচিত হবে। পরে চ্যাম্পিয়ন টিমকে হাল্ট প্রাইজ, জাতি সংঘ, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সিগনেচার সম্বলিত একটি সার্টিফিকেট দেয়া হবে। পরে রিজিওনাল কম্পিটিশন ঢাকায় অংশগ্রহণের জন্য বিবেচ্য হবে টিমটি। শেষে দেশ বিজয়ী টিমটি দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘে প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এক্ষেত্রে বাহিরে যাওয়ার সকল খরচ বহন করবে এই ‘হাল্ট প্রাইজ’।
প্রতিযোগীতার স্তরসমূহের প্রথমে ১২১টি দেশ ও ২ হাজারেরও বেশি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।দ্বিতীয়ত আঞ্চলিক পর্যায়ে বিশ্বব্যাপী ৫০টিরও বেশি শহরে অনুষ্ঠিত হবে। তৃতীয়ত এসসিলিরেট প্রোগ্রাম অনুযায়ী আঞ্চলিক পর্যায়ে জয়ীদের জন্য বিশ্বব্যাপী ট্রেনিং কার্যক্রম থাকবে। সর্বশেষ চূড়ান্ত পুরস্কার অনুষ্ঠান জাতিসংঘের প্রধান কার্যালয়ে সংঘঠিত হবে।উল্লেখ্য, হাল্ট প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেইজ ও গ্রুপ ‘Hult Prize at Islamic University Kushtia ‘ থেকে বিস্তারিত আপডেট জানা যাবে।