
আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন একাউন্টিং, ফাইন্যান্স ও ট্যাক্স সম্পর্কীয় আন্তর্জাতিক অ্যাডভাইজরি প্রতিষ্ঠান একফিনটাক্স এর আনুষ্ঠানিক কার্যকারিতা তুলে ধরা হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন খ্যাতনামা ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে আবুধাবি ও দুবাইয়ে দুটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি৷
এতে প্রধান অতিথি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ হুমায়ুন মোর্শেদ, চিফ অপারেটিং অফিসার মিজারুল মাশরফি অন্তু, দুবাইয়ের প্রজেক্ট ম্যানেজার দিপু আহমেদ, কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জাম হোসেন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, বিগত দুই বছর থেকে দেশী বিদেশী উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থানীয় বাজারের জ্ঞান, কমপ্লায়েন্স অভিজ্ঞতা এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে ধারণা অর্জনে সহযোগিতা করছে।
বক্তাগণ তাদের আলোচনায় TRN (Tax Registration Number) রেজিস্ট্রেশন এবং VAT রিটার্ন জমাদান সম্পর্কে গুরুত্বারোপ করেন — যা এখন UAE-র সকল ব্যবসার জন্য বাধ্যতামূলক। তারা ভ্যাট সংক্রান্ত চ্যালেঞ্জ, জরিমানার সম্ভাবনা, প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং ফেডারেল ট্যাক্স অথরিটি (FTA)-এর নিয়ম অনুযায়ী সিস্টেম বজায় রাখার পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
আবুধাবির সেশনে ৪০ জনেরও বেশি খ্যাতনামা বাংলাদেশি ব্যবসায়ী অংশ নেন, এবং দুবাইয়ে প্রায় ২৫ জন সুপরিচিত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা সকলেই বর্তমান ট্যাক্স নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন এবং পেশাদার পরামর্শ সেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
একফিনটাক্স এর কর্মকর্তারা বলেন, “সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও সৎ ব্যবসার মাধ্যমে যে ভিত্তি গড়ে তুলেছেন, তা আজ আমাদের মতো পেশাদার প্রতিষ্ঠানগুলোকে এখানে এসে তাদের পাশে দাঁড়াতে সুযোগ করে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
এদিকে ব্যবসা প্রতিষ্ঠানকে কমপ্লায়েন্স, ফিনান্সিয়াল স্পষ্টতা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে সহায়তা করার লক্ষ্যে একফিনটাক্স প্রতিষ্ঠান বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কানাডা-তে কার্যক্রম পরিচালনা করছে।