May 17, 2024, 11:53 am
সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিতে লাখ টাকা গুনতে হলো

  • Last update: Tuesday, November 15, 2022

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ নভেম্বর) বড়লেখা পৌর এলাকার হাটবন্দে দুটি প্রতিষ্ঠানের কারখানায় এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) বিকেলে পৌরসভার হাটবন্দ এলাকায় লক্ষী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘরের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য খাবার পণ্য তৈরি করতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লক্ষী মিষ্টি ঘরকে ৫০ হাজার এবং জনতা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য পন্য তৈরি হচ্ছিল। তাদেরকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী পন্য উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC