এবার কোরবানির পশুর চামড়া কওমি মাদরাসায় না দেয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য (এমপি) র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার (১৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় কওমি মাদরাসাগুলোকে দেশকে অস্থিতিশীলকারী হিসেবেও আখ্যায়িত করেন এমপি মোকতাদির চৌধুরী।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক ও ঋষি সম্প্রদায়ের ১১০০ পরিবারের মাঝে শুক্রবার জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান।