অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার উপকূলে আটকে পড়া তিমিদের মধ্যে আরও বেশ কিছু তিমির মৃত্যুর হয়েছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ওই উপকূলে প্রাণ হারানো তিমির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ তে। তাসমানিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ ৫০টি তিমির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আরও ৩০টিকে বাঁচানোর চেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া ২৭০টি তিমির সন্ধান পাওয়া যায়। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় তাসমানিয়ান মেরিন কনজারভেশন প্রোগ্রাম-এর উদ্ধারকারীরা। তারা দেখতে পান ম্যাককোয়ারি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলো আটকা পড়েছে। ওই এলাকায় জাহাজ চলাচলের পথ খুব সীমিত। উদ্ধারকারীরা জানান, প্রায় ২০০টি তিমি তীরে এসে বালুর মধ্যে আটকা পড়েছে। তার থেকে কয়েক কিলোমিটার দূরে আটকা পড়েছে ৩০টি তিমি। আর আরও ৩০টি তিমি পাওয়া গেছে ওশেন বিচ এলাকায়।
মঙ্গলবার সকালে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ৯০টি তিমির মৃত্যু হয়েছে। পরে হেলিকপ্টার নিয়ে অভিযান চালানোর সময় তারা কাছাকাছি এলাকায় আটকে পড়া আরও ২০০ তিমির সন্ধান পান। বেশিরভাগ তিমিই এমন জায়গায় আটকা পড়েছে যেখানে উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন। বুধবার সন্ধ্যায় তারা জানান, মারা যাওয়া তিমির সংখ্যা বেড়ে ৩৮০তে দাঁড়িয়েছে।
ঠিক কী কারণে তিমিগুলো তীরে এসেছিল তা জানা যায়নি। জীববিজ্ঞানী ড. ক্রিস কার্লাইন বলেন, ‘আরও দুইশো আটকা পড়া তিমি যুক্ত হওয়ায় এ সংখ্যা তাসমানিয়ার ইতিহাসে রেকর্ড করেছে। এর আগে ১৯৩৫ সালে এই অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ২৯৪টি তিমি আটকা পড়েছিল’।
এরইমধ্যে জীবিত উদ্ধার হওয়া কিছু তিমিকে সকালে পানিতে ফেরত পাঠিয়েছে ৪০ সদস্যের উদ্ধারকারী দল। বালুময় তীর এলাকা থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে ধাক্কা দিয়ে তাদেরকে পানিতে ফেরত পাঠানো হয়েছে।