অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৪ জনের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। খবর সিএনএন এর।
সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোল্ড কোস্টে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পরই বালির ওপর আছড়ে পড়ে হেলিকপ্টার দুটি। প্রায় সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধারকারীরা।
এ নিয়ে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর গ্যারি ওরেল এক সংবাদ সম্মেলনে বলেন, দু’টি হেলিকপ্টারের মধ্যে একটি ছিল চপার। মাঝ আকাশে সংঘর্ষের পর সমুদ্রের তীরে বালির মধ্যে আছড়ে পড়ে দুটি হেলিকপ্টার। সাথে সাথেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এগুলো। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।