দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তাঁর বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে রিজভীর বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে যান দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
গত ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়া নিজে অসুস্থ হলেও বিভিন্ন সময়ে চিকিৎসকদের মাধ্যমে রিজভীর খোঁজ নিয়েছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
ঈদুল ফিতরের দিন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঈদের পরেরদিন মির্জা আব্বাস রিজভীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ ছাড়া রিজভীকে দেখতে বাসায় যান দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
৯ মে হাসপাতাল থেকে বাসায় যাওয়া রুহুল কবির রিজভীকে প্রথম দেখায় চেনার উপায় ছিল না। শারীরিকভাবে খুবই দুর্বল দেখা যাচ্ছিল।
রুহুল কবির রিজভীর গত ১৬ মার্চ করোনা পরীক্ষা করানো হলে পজেটিভ আসে। পরদিন তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না। ফলে আইসিইউতে রেখে বেশকিছুদিন তাঁর চিকিৎসা করা হয়। গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তিনদফা টেস্টে পজেটিভ আসে রিজভীর।