কাতারের অর্থমন্ত্রী আলী শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ব্লমবার্গের খবরে এমন তথ্য মিলেছে। এদিকে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন নথি পর্যালোচনা করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
২০১৩ সালের জুনে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা গ্রহণের পর আল-এমাদিকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি সেই দায়িত্ব পালন করে আসছেন। দেশটির অর্থ ব্যবস্থার বলিষ্ঠ ব্যক্তিত্ব বলা হয় তাকে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি।
এরপর ব্যাংকটিকে স্থানীয় পর্যায় থেকে আঞ্চলিক সেরা ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছেন আল-এমাদি। বর্তমানে ব্যাংকটির বোর্ড চেয়ারম্যান ও কাতার এয়ারওয়েজের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।