পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা এখন অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে চাই। এই উদ্যোগের মধ্যে দিয়ে বাণিজ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতকে আমরা প্রাধান্য দিচ্ছি।
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে আমরা বুঝতে পেরেছি, আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত।বিশ্বের প্রতিটি বিষয় আমাদের একে অপরকে প্রভাবিত করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে আমরা দুইটি প্যাকেজ হাতে নিয়েছি।প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি আর অপরটি পাবলিক ডিপ্লোম্যাসি। আমরা এ লক্ষ্যে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অর্থনৈতিক কূটনীতি জোর দেওয়ার লক্ষ্যে দেশে এই প্রথমবারের মতো ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক এর আয়োজন করা হয়েছে৷