করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে সচল হচ্ছে সবকিছু। সেই ধারাবাহিকতায় আজ থেকে ‘সীমিত আকারে’ চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কেবল তিনটি অভ্যন্তরীণ রুটেই চলাচল করবে বিমান।
প্রথম পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা আর নভো এয়ার ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সগুলোতে মোট আসনের সর্বোচ্চ ৭০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীর সাথে অন্য কাউকে বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।