স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসীদের আরো দক্ষ করে গড়ে তোলার গুরুত্বের বিষয় তুলে ধরেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি অভিবাসী শ্রমিক পাঠানো ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। বৈশ্বিক অভিবাসন মানদণ্ড অনুসরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন৷
গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান সপ্তম আবুধাবি সংলাপের প্লেনারি সেশনে এসব কথা বলেন শফিকুর রহমান। বৈশ্বিক মানদণ্ড অনুসরণের লক্ষ্যে দেশের ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিষয়ে তুলে ধরেন। একই সঙ্গে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
আমিরাতের আয়োজনে উক্ত সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধি অংশ নেন। দু’দিনের সম্মেলনে বক্তারা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে গতকাল সকালে দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি আরবের মানবসম্পদমন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেন শফিকুর রহমান। এ সময় আবুধাবির বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা ও নীতি অনুবিভাগ) আয়েশা হক, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।