![InShot_20230118_144638121](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/01/InShot_20230118_144638121-scaled.jpg)
অবৈধ মানি এক্সচেঞ্জ ও হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিআইডি। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগরীর ৫টি স্থানে একযোগে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৪ জনকে আটক করে সিআইডি।
বুধবার (১৮ জানুয়ারি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। সিআইডি প্রধান জানান, বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ আছে। এর আড়ালে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছে ১০০০ এর অধিক অবৈধ মানি এক্সচেঞ্জ।
সিআইডি প্রধান আরও জানান, অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় কিংবা হাতে-হাতে বা ব্যাগে করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দৈনিক ৭০-৭৫ লাখ টাকা সমমূল্যের মুদ্রা অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে আটককৃতরা।